এজেন্ট এর সাথে আপনার যে কোন ধরনের সমস্যা থাকতে পারে। তার কিছু উদাহরন নিম্নে দেয়া হলোঃ

** এজেন্ট ঠিক মত ডিপোজিট বা উইথড্র দিচ্ছে না। 
** এজেন্ট এর সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত কাজ করার কথা। কিন্তু ঠিক মত করছে না।
** এজেন্ট ডিপোজিট এর টাকা নিয়েছে কিন্তু ঠিক মত ডিপোজিট দিচ্ছে না।
** আপনার আইডি লক হয়ে গেছে আনলক করছে না।

এই রকম নানা অভিযোগ আপনার থাকতে পারে এজেন্ট এর বিরুদ্ধে। এই অভিযোগ গুলো র সমস্যা সমাধান এর জন্য আপনাকে প্রথমে জানতে হবে আমাদের আপ লাইন গুলো কিভাবে কাজ করে এবং কার কাছে অভিযোগ করবেন।

Read more …এজেন্ট এর বিরুদ্ধে কিভাবে অভিযোগ করবেন?

অনলাইন এজেন্ট হবার আগে আপনি লোকাল এজেন্ট হবার নিয়ম গুলো পড়ে নিনঃ
লোকাল এজেন্ট হবার নিয়ম জানতে এই লিঙ্ক এ ক্লিক করুন –

** অনলাইন এজেন্ট এর পয়েন্ট প্রাইস ফিক্সড ৯৩ টাকা করে।
** ২ লক্ষ টাকা জমা দিতে হবে, যা অফেরত যোগ্য।
** যদি কোম্পানীর বিকাশ – নগদ এজেন্ট ব্যবহার করেন – তাহলে পয়েন্ট এর দাম হবে ৯৫ টাকা। 
** অনলাইন এজেন্ট কোন ভাবেই নিজে বেট ধরতে পারবেন না। যদি কোন ভাবে নিজে খেলেন, তাহলে অনতি বিলম্বে তাকে বাদ দেয়া হবে।

লোকাল মাস্টার এজেন্ট হবার সিস্টেম:

এজেন্ট হবার জন্য আমাদের সুপার এজেন্ট দের সাথে যোগাযোগ করতে হবে।

সুপার এজেন্ট লিস্ট দেখতে এই লিঙ্ক এ ক্লিক করুন।

পয়েন্ট কেনা বেচাঃ
** এজেন্ট ভেল্কি থেকে পয়েন্ট কিনবে ৯৩ টাকা করে।
** এজেন্ট ইউজার এর কাছে বিক্রি করবে ১০০ টাকা করে।
** এই খানে এজেন্ট এর লাভ থাকবে ৭%
আবারঃ
** এজেন্ট ইউজার এর কাছ থেকে পয়েন্ট কিনবে ১০০ টাকা করে।
** এজেন্ট ভেল্কি এর কাছে বিক্রি করবে ৯৩ টাকা করে।
** এই খানে এজেন্ট এর লস হবে ৭% – কিন্তু এই খানে কথা আছে
**** এজেন্ট যত পয়েন্ট কিনবে ভেল্কি থেকে তার চেয়ে যদি বিক্রি বেশি হয় – এই ৭% লস এর দায় ভার ভেল্কি নিবে।

Read more …কিভাবে আমি ভেল্কি তে এজেন্ট হতে পারি?

একাউন্ট আপনি নিজে নিজে খুলতে পারবেন না। তাই একাউন্ট খোলার আগে মনোযোগ দিয়ে পড়ুনঃ

ভেল্কি তে একাউন্ট করতে হলে আপনার এজেন্ট এর মাধ্যমে একাউন্ট খুলতে হবে। এজেন্ট এর মাধ্যমেই টাকা ডিপোজিট এবং উইথড্র করতে হবে। আপনি যে এজেন্ট এর কাছ থেকে একাউন্ট খুলবেন তার সাথেই সব সময় লেনদেন করতে হবে। ঠিক কোন এজেন্ট কে টাকা দিবেন এবং কিভাবে তার সাথে লেনদেন করবেন তার বুঝতে হলে আপনার নিম্বের তথ্য গুলো পড়া জরুরী।

আমাদের এজেন্ট লিষ্ট দেখতে নিচের লিঙ্ক এ ক্লিক করুনঃ
https://allagentlist.com/ma.php

Read more …কিভাবে একাউন্ট খুলবেন?

Occasions wonderful probability los sentence

বিকাশ / নগদ / রকেট বা অন্যান্য মোবাইল ব্যাংকিং এ কিভাবে লেনদেন করবেন?

ইউজার যখন এজেন্ট কে টাকা পাঠাবে এবং এজেন্ট যখন ইউজার কে টাকা পাঠাবেঃ-

  • ইউজার যদি এজেন্টর বিকাশ পার্সোনাল এ টাকা পাঠায় ১০ পয়েন্ট এর জন্য ক্যাশ ইন বা সেন্ড ম্যানি করবে ১০২০ টাকা।
  • ইউজার যদি এজেন্টের বিকাশ এজেন্ট এ টাকা পাঠায় ১০ পয়েন্টের জন্য ক্যাশ আউট করবে ১০০০ টাকা।
  • এজেন্ট যদি ইউজার এর বিকাশ পার্সোনাল এ টাকা পাঠায় ১০ পয়েন্টের জন্য এজেন্ট ক্যাশ ইন করবে ১০০০ টাকা।
  • এজেন্ট যদি ইউজার এর বিকাশ এজেন্ট এ টাকা পাঠায় ১০ পয়েন্ট এর জন্য ক্যাশ আউট করবে ৯৮০ টাকা।
Read more …ভেল্কি তে কিভাবে লেনদেন করবেন?

ভেল্কির – শর্ত এবং নিয়ম

এই শর্ত গুলো না পড়ে আপনারা কখনোই একাউন্ট খুলবেন না!!

সকল সুপার এবং মাস্টার এজেন্ট এবং সকল ইউজার এই নিয়মের অন্তর্গত।

** ওয়েবসাইট টি যেহেতু বেটফেয়ার এর মাধ্যমে চলে – সেহেতু বেটফেয়ার এর নিয়ম এবং স্বিদ্ধান্ত অনুযায়ী সব কিছু হয়। এই বেট সাইটে বেট করতে হলে আপনাকে বেটফেয়ার এবং ভেল্কি র ম্যানেজমেন্ট যে কোন স্বিদ্ধান্ত আপনাকে বিনা শর্তে মেনে নিতে হবে।

ইউজার এর জন্য নির্দেশনা এবং শর্তঃ

** প্রতিবার এজেন্ট এর কাছ থেকে পয়েন্ট নেবার আগে – এজেন্ট এর কাছে লেনদেন এর তথ্য জেনে নিতে হবে। যেহেতু এজেন্ট এক এক সময় এক ভাবে লেনদেন করে সেহেতু এই তথ্য জানা জরুরী।
** সকাল ৯ঃ৪৫ এর আগে এবং রাত ৯ঃ৪৫ এর পরে কোন ইউজার যদি এজেন্ট কে টাকা পাঠায় – অই টাকার দায়ভার ভেল্কি নিবে না।
** বিকাশ/নগদ এ টাকা পাঠানোর ২ ঘন্টার মধ্যে এজেন্ট এর সাথে যোগাযোগ করে পয়েন্ট নিতে হবে। ২ ঘন্টা পরে – টাকা কাউন্ট করা হবে না।

Read more …একাউন্ট খোলার নিয়ম বা শর্ত গুলো কি কি?

ফেসবুক লিঙ্ক

ভেল্কির ১ টাই অফিসিয়াল ফেসবুক পেইজ আছে যেটা তে আপনি লাইক দিয়ে রাখতে পারেনঃ

পেইজ লিঙ্ক হলঃ https://www.facebook.com/velkisupport

ভেল্কির ১ টাই অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে যে টা তে আপনি জয়েন করতে পারেনঃ

ফেইসবুক গ্রুপ হলঃ https://www.facebook.com/groups/velki.live

Read more …ভেল্কির ফেইসবুক গ্রুপ লিঙ্ক কোন টা?